বিভিন্ন প্রকার তাপ নির্ণয়ের প্রোগ্রাম


সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটঃ- সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল -ফারেনহাইট = (সেন্টিগ্রেড * ৯) / ৫ + ৩২; অর্থাৎ, F = (C * 9) / 5 + 32 । এখন আমরা এই সুত্রটি ব্যবহার করে প্রোগ্রামটি করব। 
//Centigrade to Fahrenheit
#include<stdio.h>
int main()
{
    double c,f;
    printf("Enter Centigrade temperature: ");
    scanf("%lf", &c);
    f = (c*9) / 5+32;
    printf("Fahrenheit temperature is: %.2lf", f);
    return 0;
}
 এই প্রোগ্রামটি রান করিয়ে কি-বোর্ড থেকে সেন্টিগ্রেডের মান 100 নিলে আউটপুট দেখাবে এইরকম-
Enter Centigrade temperature: 100
Fahrenheit temperature is: 212.00


ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডঃ-
  ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড  তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল -সেন্টিগ্রেড = ৫ * (ফারেনহাইট  - ৩২) / ৯; অর্থাৎ, C = 5 * (F - 32) / 9 । এখন আমরা এই সুত্রটি ব্যবহার করে প্রোগ্রামটি করব।
 
//Fahrenheit to Centigrade
#include<stdio.h>
int main()
{
    double c,f;
    printf("Enter Fahrenheit temperature: ");
    scanf("%lf", &f);
    c = 5 * (f - 32) / 9;
    printf("Centigrade temperature is: %.2lf\n", c);
    return 0;
}  
এই প্রোগ্রামটি রান করিয়ে কি-বোর্ড থেকে ফারেনহাটের যে কোন মান নিলে আউটপুটে সেন্টিগ্রেডের মান দেখাবে।

কেলভিন থেকে ফারেনহাইটঃ- ফারেনহাইট থেকে কেলভিন তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল-
ফারেনহাইট = ৯ * (কেলভিন - ২৭৩.15) / 5  + 32;  অর্থাৎ, F = 9 * (K - 273.15) / 5 + 32 । এখন আমরা প্রোগ্রামটি করব।
//Kelvin to Fahrenheit
#include<stdio.h>
int main()
{
    double f,k;
    printf("Enter Kelvin temperature: ");
    scanf("%lf", &k);
    f = 9 * (k - 273.15) / 5 + 32;
    printf("Fahrenheit temperature is: %.2lf\n", f);
    return 0;
}
কেলভিন তাপমাত্রা যদি ৫০০ নিই তাহলে আউটপুট দেখাবে এইরকম-
Enter Kelvin temperature: 500
Fahrenheit temperature is: 440.33 

কেলভিন থেকে সেন্টিগ্রেডঃ-  কেলভিন থেকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল- 
সেন্টিগ্রেড = ৫ * (কেলভিন - ২৭৩.১৫) / ৫; অর্থাৎ, C = 5 * (K - 273.15) / 5 । এখন আমরা প্রোগ্রামটি করব।
//Kelvin to Centigrade
#include<stdio.h>
int main()
{
    double c,k;
    printf("Enter Kelvin temperature: ");
    scanf("%lf", &k);
    c = 5 * (k - 273.15) / 5;
    printf("Centigrade temperature is: %.2lf\n", c);
    return 0;
}
কেলভিন তাপমাত্রা 50  হলে আউটপুট দেখাবে এই রকম -
Enter Kelvin temperature: 50
Centigrade temperature is: -223.15

সেন্টিগ্রেড থেকে কেলভিনঃ- সেন্টিগ্রেড থেকে কেলভিন তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল-
কেলভিন = সেন্টিগ্রেড + ২৭৩.১৫; অর্থাৎ, K = C + 273.15 ।  এখন আমরা প্রোগ্রামটি করব।
 //Centigrade to Kelvin
#include<stdio.h>
int main()
{
    double c,k;
    printf("Enter Centigrade temperature: ");
    scanf("%lf", &c);
    k = c + 273.15;
    printf("Kelvin temperature is: %.2lf\n", k);
    return 0;
}
কি-বোর্ড থেকে সেন্টিগ্রেডের মান 10 নিলে আউটপুট দেখাবে এইরকম-
Enter Centigrade temperature: 10
Kelvin temperature is: 283.15 

ফারেনহাইট থেকে কেলভিনঃ- ফারেনহাইট থেকে কেলভিন তাপমাত্রায় রূপান্তরের সুত্রটি হল-
কেলভিন = ৫ * (ফারেনহাইট -৩২) / ৯  + ২৭৩.১৫; অর্থাৎ, K = 5 * (F - 32) / 9 ।  এখন আমরা প্রোগ্রামটি করব।
 //Fahrenheit to Kelvin
#include<stdio.h>
int main()
{
    double f,k;
    printf("Enter Fahrenheit temperature: ");
    scanf("%lf", &f);
    k = 5 * (f - 32) /9 + 273.15;
    printf("Kelvin temperature is: %.2lf\n", k);
    return 0;
}
এই প্রোগ্রামে ফারেনহাইট তাপমাত্রার মান যদি ১০০ নেওয়া হয় তাহলে আউটপুট দেখাবে এইরকম-
Enter Fahrenheit temperature: 100
Kelvin temperature is: 310.93

No comments

Unity গেম ডেভেলপমেন্ট: কী, কেন এবং কিভাবে শুরু করবেন

আপনি যদি গেম খেলতে ভালোবাসেন এবং কখনো ভেবেছেন—"এইরকম একটা গেম আমি নিজেই বানাতে পারতাম!"—তাহলে আপনার জন্য দারুণ একটা খবর আছে। আজ আম...

Powered by Blogger.