মেশিন লার্নিং কেন দরকার



আদিকাল থেকেই মানুষ আবিষ্কার মুখর। প্রয়জোনের তাগিদে জীবনকে আরো সহজ ও সুন্দর করার জন্য মানুষ নিত্য নতুন জিনিষ আবিষ্কার করে আসছে। সেই আগুন আবিষ্কার থেকে শুরু। এরপর প্রথম সভ্যতা, দ্বিতীয় সভ্যতা সর্বশেষ ইন্টারনেট আবিষ্কারের দ্বারা তৃতীয় সভ্যতা বিশ্বকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয়। কিন্তু এখানেই কি শেষ?

থেমে নেই মানুষ, চলছে আবিষ্কারের জয়যাত্রা। ইন্টারনেটের উপর ভিত্তি করে চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মানুষ। আর এই চতুর্থ শিল্পবিপ্লবের কাঁচামাল Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তা)। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান শাখা হল মেশিন লার্নিং। মেশিন লার্নিং প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে রোবট, চালকবিহীন গাড়ি সহ আগামীর অনেক প্রযুক্তি। কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, চিকিৎসাসেবা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মানব জীবনের সকল ক্ষেত্রে আগামীতে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবী দখলে নিবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি !

বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত যা উন্নতি হয়েছে সামনের ২০ - ৩০ বছরে তার দিগুণেরও বেশি উন্নতি হবে ! আর এটা সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। এমনকি গ্যাস, বিদ্যুতের মতো আমরা কিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা। ক্লাউড তার একটি উদাহরণ। 

একটা সময় মানুষের সকল কাজ করে দিবে রোবট। যদিও ঝুঁকিপূর্ণ কাজে এখন রোবট ব্যবহার করা হচ্ছে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার এখনও শুরু হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক উন্নতির ফলে একটা সময় সহজলভ্য হবে রোবট। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি হবে মেশিন লার্নিং দিয়ে।   

No comments

Unity গেম ডেভেলপমেন্ট: কী, কেন এবং কিভাবে শুরু করবেন

আপনি যদি গেম খেলতে ভালোবাসেন এবং কখনো ভেবেছেন—"এইরকম একটা গেম আমি নিজেই বানাতে পারতাম!"—তাহলে আপনার জন্য দারুণ একটা খবর আছে। আজ আম...

Powered by Blogger.